রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৩

হৃদয়ে থাকিও

নয়ণ নীদহারা
কুয়াশাধারা
বহে শীতে
আমার চেতনারা
পাগলপারা
অর্হনিশ প্রাতেঃ

তাহারে বিঁধিব
সুধিব
শোন প্রিয়
হৃদয়ে গাঁথিব
ভাবিব
হৃদয়ে থাকিও।

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৩

সৃষ্টি

সৃষ্টি সৃষ্টিকে ধ্বংস করে অথবা নব্যরূপ প্রদান করে।

শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৩

দায়ভার

ঐ দেখ, মরিবার কিযে স্বাদ তার
আমি মরব, সে মরবে; কে নেবে মৃত্যুর দায়ভার?