সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮

দ্বন্ধ

কারও জীবন সহিবার
আর কারও বহিবার
কারও স্রোতে ছুটে চলাবার
কিংবা অথৈ তরঙ্গে থামবার
অযথা ভেবে ভেবে পথ হারায় দিক-বিদিক
জানিনে; আছি কি নিজের মাঝে, চলছি কি সঠিক!

বুধবার, ১১ এপ্রিল, ২০১৮

অনেকটাই প্রতীক্ষায় ছিলাম

অনেকটাই প্রতীক্ষায় ছিলাম-ছোটবোন নিজের যোগ্যতায় একটা অবস্থান তৈরী করুক। আমরা নিন্ম মধ্যবিত্ত ঘরের সন্তান, জীবনের পদক্ষেপে আহামরি কোন আকাঙ্খা নেই। শুধু শেষ অবধি চালিয়ে নেবার মত একটা অবস্থান পেলেই তাতে খুশি। এজন্য নোবিপ্রবি'তে ''ল্যাব এটেনডেন্ট'' হিসেবে ছোটবোনের চাকুরী জীবন শুরুটা আমার জন্য অনেক বড় স্বপ্ন পুরনের মতো। 


২০০৬ সালে মায়ের অকাল মৃত্যুতে মায়ের যে সোনার সংসার অনলে পুড়ে শেষ হতে বসেছে, সেই শেষ থেকে আবার নতুন করে শুরু করা জীবনে, এ বাসনার পুরনও আমার জন্য অনেক বেশী।
সকলের আর্শিবাদ একান্ত কাম্য।

সোমবার, ৯ এপ্রিল, ২০১৮

অযোগ্যরা তেলবাজ, দালাল, সমাজের অবক্ষয়।

আমি কোটা সংষ্কারের শতভাগ পক্ষে।
দেশ অযোগ্য অথর্বদের হাত থেকে মুক্ত হোক,
যোগ্যরা যোগ্যতাবলে আপনা স্থানে অধিষ্ঠিত হোক।


রক্ত দিয়ে অর্জিত যে স্বাধীনতা
তাকে পুনরায় পরাধীন করছে কোটা প্রথা
কেননা; অযোগ্যের দল বরাবরই কাপুরুষ হয়
অযোগ্যরা তেলবাজ, দালাল, সমাজের অবক্ষয়।