শনিবার, ২৯ আগস্ট, ২০২০

বাকীসব নিরর্থক বোধ হয়

এখনকার দুনিয়া এমন এক জায়গা যেখানে বীষটাও কিনে খেতে হয়।
পূঁজিবাদ চক্র দুনিয়াটাকে এতটা অর্থময় করেছে, বাকীসব নিরর্থক বোধ হয়!!

রবিবার, ১৬ আগস্ট, ২০২০

সম্পর্ক

আমাদের কোথাও একটা বড় ভুল ছিলো
সে ভুলটাকে নিয়েই আমরা বন্ধন গড়েছি
আমাদের পরস্পরে যোজন ব্যবধান ছিলো
তা আঁকড়েই আমরা নিজেদের জড়িয়েছি।
আমাদের ভাবনারা ভিন্ন ছিল
চলার পথ পারত (পারত পক্ষে)
আমাদের চিন্তা-চেতনায় বৈষম্য ছিল
ব্যাস বিন্যাসও হয়ত
তবুও বলি;
যদি ঐ ধ্রুবতারা সত্যি হয়,
যদি এ পৃথিবী, আকাশ, বাতাস, মাটি, জল সত্যি হয়
যদি পৃথিবীতে প্রেম-ভালোবাসার নামটি সত্যিই রয়
তবে একদিন আমরাও অজান্তে এতটুকু বেসেছি
যেটুকু বন্ধনটাকে টেনে নিয়ে যাচ্ছে কালান্তে
হয়তো জন্ম-জন্মান্তে...
উত্তপ্ত নিঃশ্বাসে-
তাই আমরা বীজ বুনি প্রজন্মের!

শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

এমন নির্ঝর দিনে

 এমন নির্ঝর দিনে
    তোমাতে এঁকে যাই
    আমার হৃদয়াদ্রিত বাসনা,
এমন শিরশির ছোঁয়ায়
    তুমি আমি দু'জনে হারাই
    না জানা কোন অজানায়।

বুধবার, ৮ জুলাই, ২০২০

শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

ভাবতে চাইলে

ভাবতে চাইলে
এও এক জটিল সমীকরণ
অর্ধাংশ কিংবা অর্ধাঙ্গিনি হও
হবেনা দু'য়ে সহমরণ।

এদেশে লকডাউন তুলে দেওয়া উচিত

দেশের সামগ্রিক বিবেচনায় লকডাউন এ দেশের জন্য মোটেই সমাধান নয়। তাই এদেশে লকডাউন তুলে দেওয়া উচিত বলে আমি মনে করি। বিষয়টি এজন্যই বিবেচনার-
১) এদেশের মানুষ প্রচন্ডরকম অসচেতন, একগুঁয়ে, কট্টর, সংস্কারহীন, দাসমনোবৃত্তির, ঐক্যহীন, মতহীন, অধিক কৌতুহলী, ভাবলেশহীন, অগ্রাহ্যমনা, নীচমনা, দূর্বল

স্বভাব ও দূর্বল চিন্তাধারার।
২) সরকার ব্যবস্থা পক্ষকেন্দ্রীক, শৃঙ্খলা নিয়ন্ত্রণে অসমর্থ্য, ভীরুতাপূর্ন্য, ক্ষমতাকেন্দ্রিক।
৩) রাস্ট্র ব্যবস্থা দূর্বল, অসহনীয়, নীতিনৈতিকতা বিবর্জিত, অাগ্রাসী।
যেহেতু রাস্ট্র, সরকার আর জনগনের মধ্যেকার কোন সমন্বয় বা ঐক্য সংস্থাপন কোনভাবেই সম্ভব নয়, তাই লকডাউনের মত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এদেশে প্রয়োগও

বাস্তবিকভাবে সম্ভব নয় বরং এতে কর্মহীন মানুষের দিকে দুর্ভিক্ষ ধেয়ে আসবে আর করোনা থেকে বাঁচাবার পথ খোঁজা এখানে অমূলক হয়ে দাঁড়াবে।

বুধবার, ৮ এপ্রিল, ২০২০

সময় পুরিয়ে এল ঐ যাবি কি সঙ্গে যাবি

ওরে ব্যাকুল বেহালা
আর কতদিন গাবি
সময় পুরিয়ে এল ঐ
যাবি কি সঙ্গে যাবি!!


মনে আজ এক অজানা
শঙ্কার ঢংগা বাজে ঐ
বাতাসে নিঃশব্দে বাজে
মৃত্যুর শিকল পড়ল কৈ
জানাতে সব অজানা
রক্তচোষা রক্ত খাবি!!
সময় পুরিয়ে এল ঐ
যাবি কি সঙ্গে যাবি!!


শুনেছি সময়ে পুরোবে
সময়ের পার্বণ
মৃত্যুর পর ছুবেনা দেহ
এমনই সে মরন
বসে অঘোর ঘোরে ভাবি
তবে কি সঙ্গে রবি!!
সময় পুরিয়ে এল ঐ
যাবি কি সঙ্গে যাবি!!


আজ মরি তো
কাজ হবে না
স্বপনের ভীটে
ঘর হবে না
যারা লড়িল
তারাও চলিল
মাঝখানটায়
নীরব সবি!!
সময় পুরিয়ে এল ঐ
যাবি কি সঙ্গে যাবি!!

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০

সর্বতো সকলের মঙ্গল কামনায়

মৃত্যু অনিবার্য্য! নির্ধারিত!
হয় আজ অথবা কাল।
কিন্তু সেবা পেশাকে বেছে নিয়ে কাপুরুষের মত জীবন বাঁচাতে ঘরে আবব্ধ হতে চাই না। 
যতক্ষন সুযোগ আছে মানুষের কল্যানেই বাঁচতে চাই। আর এতে অপেক্ষমান


মৃত্যু দ্রুত হানা দিতে চাইলেও তাকে অভিবাদন জানাই।
যদি মৃত্যু কেড়ে নিতে চায়, তবে একটাই আপসোস অবশিষ্ট বর্তমান থাকবে। তা হল- আমার ছোট দুটো বোনকে আর যে সন্তানকে সহসায় ভরসা দিয়ে মমতার দুনিয়ায় নিয়ে এলাম, তাদের কোন শক্ত ভিট আমি রচনা করে যেতে ব্যর্থ হলাম।
সর্বতো সকলের মঙ্গল কামনায়, স্রষ্টা আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

শূণ্যতা

মৃত্যুর পরেই একজন মানুষ কতটা শূণ্যতা তৈরী করতে পারে তা বোঝা যায়।
মা ছেড়ে গেলেন ১৪ বছর শেষ হতে চলল, এর মধ্যে চারপাশ জুড়ে কত নতুন  সম্পর্ক বাহুপাশে বেঁধে নিল, অথচ আমার মায়ের তৈরী করা শূণ্যতার দশ শতাংশ ও সবে মিলে পূরণ করতে সমর্থ হলো না। স্বার্থপর দুনিয়ায় আমার মায়ের শূণ্যতাই কেবল আমাকে তাড়া করে ফিরল।