রবিবার, ১৬ আগস্ট, ২০২০

সম্পর্ক

আমাদের কোথাও একটা বড় ভুল ছিলো
সে ভুলটাকে নিয়েই আমরা বন্ধন গড়েছি
আমাদের পরস্পরে যোজন ব্যবধান ছিলো
তা আঁকড়েই আমরা নিজেদের জড়িয়েছি।
আমাদের ভাবনারা ভিন্ন ছিল
চলার পথ পারত (পারত পক্ষে)
আমাদের চিন্তা-চেতনায় বৈষম্য ছিল
ব্যাস বিন্যাসও হয়ত
তবুও বলি;
যদি ঐ ধ্রুবতারা সত্যি হয়,
যদি এ পৃথিবী, আকাশ, বাতাস, মাটি, জল সত্যি হয়
যদি পৃথিবীতে প্রেম-ভালোবাসার নামটি সত্যিই রয়
তবে একদিন আমরাও অজান্তে এতটুকু বেসেছি
যেটুকু বন্ধনটাকে টেনে নিয়ে যাচ্ছে কালান্তে
হয়তো জন্ম-জন্মান্তে...
উত্তপ্ত নিঃশ্বাসে-
তাই আমরা বীজ বুনি প্রজন্মের!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন