সোমবার, ১৩ মে, ২০১৩

কবিতাঃ মানবতার মুক্তি


অনেক দিয়েছ শক্তি বিধাতা; অনেক দিয়েছ শক্তি
তবু; এ‘ধরা কভু হয়নি সুখের; পায়নি মানবতা মুক্তি।

মানবতা নিয়ে ভেবেছে অনেকে; করেছে অনেকে তার আচর
তবু; শক্তির কাছে নতজানু হয়ে; নামেনি কভু আলোর প্রহর
দিগন্তে-দিগন্ত ছুটে চলেছে সদা; লোভ-কামনা তার প্রাপ্তী;
ক্ষমতার ঝড়ে মানবতা কেঁদেছে; পায়নি মানবতা মুক্তি।


লালন ভেঙ্গেছে ধর্মের জাত; হাছনরাজা তার জাতি
ক্ষমতার লোভে মরে বারে-বার; হয়েছে সব বিস্মৃতি
ফুলে-ফলে-গাছে জাতের নিপাত তবু, ক্ষয়েনি দম্ভের শক্তি
সঙ্করে-সঙ্করে বর্ণ ভেদাভেদ আজ; পায়নি মানবতা মুক্তি।

মানবতায় মানবতা কেঁদে মরে আজ; অস্ত্র-বারুদের ঝঙ্কারে
মানবতা লুটে মানবতার ঘর; আশ্রয়-প্রশ্রয়; অহংকারে
লোভের কাছে আজ মানবতা পুড়ে ছাই; ধ্বংসে মানবতার শক্তি!
আকাশ-বাতাস গুমরে কেঁদে বলে; পায়নি মানবতা মুক্তি।

মানবতা মুক্তি পায়নি কখনো; মুক্তি হবেনা হয়ত তার
তবু যুগে-যুগে বেঁচে স্বপ্ন দেখে সবাই; পেয়েছে মানবতা নিস্তার
সে নিস্তারে আকাশ-বাতাস মুখরিত; জয়ধ্বনি‘তে সুখের অনুরক্তি
আলোক ধারায় নেমে আসুক ধরায়; দেখব মানবতার মুক্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন