বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৫

বসন্ত

বসন্তে দ্যোলা দেয় ফুলবনে ফুল
মনের দ্যোলায় আজি কানে দ্যোলে দুল।
---------
সাজে ফাল্গুন মহুয়াবনে, ফুলের সৌরভে গুঞ্জরণে
পড়ে সাড়া উতলা ফাগুনে, সাজে প্রিয় আপনমনে।
-------- 
ফাল্গুন এসেছে বলে ফুলবনে জাগে সাড়া
কুহু রবে ডালের কৌকিল মাতিয়াছে পাড়া।
--------
লেগেছে আগুন ফাগুনের গায়ে, লেগেছে ফুলে-ফুলে
কোন ফুলে প্রিয়ার তুলিব বেণী, কোন ফুল গাঁথিব চুলে?
--------
ফাল্গুনের গায়ে জ্বলে আগুনের ফুলকিমালা
প্রিয়মন; কেন জ্বলে আজ, হয় উতলা।
----
দখিনা ফাগুনের অভ্যর্থনায় কেটে যায় দিন
মনেতে বসন্ত আসে, স্বপ্ন ভাসে, চোখ যে রঙ্গিন। 
----
বসন্ত ফুলবনে, ভ্রমরার গুঞ্জরণে
----
বিভাবৈরী ফাল্গুনে, চেয়ে যাই কার অনুক্ষনে
----
আনমনা উছাটনে, ফাগুনের বসন্ত গানে
----
যা দেখী সে যদি ভূল? বসন্তে ফোঁটে কেন ফুল? 
------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন