রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৫

নিঠুর ঘুম

চলতে পথে গতিভূলে যখন, হয়ে যায় পথের ভূল
দক্ষিন বাতাসে বাজে কার নুপুর, উড়ে কার এলো চুল?

মাঝরাত্রির পথহারা পথ, ধুরু-ধুরু মনে ভয়
সুনশান এই নিকষ আঁধারে, কানে-কানে কে কি কয়?

পেরিয়ে ভূলে দীর্ঘ দিঘি, পেরিয়ে বাঁশ বন
কাঁদে আড়ালে পুত্রহারা পাখি, আরো কাঁদে ভাঙ্গা মন...

চলে না কদম, এঁটে পড়ে দম, পড়ি-পড়ি করে পথ
কোথায় পড়ে আঁধার যাত্রী, কে দেবে বল মনোরথ...

ধবল শাদা শাড়ির আঁচল ভাসে, চোখে কেবল পথ ধাঁ-ধাঁ
দু‘পা ছড়িয়ে নির্জল আঁধারে, কে যেন ঐ‘ডালে বাঁধা?

ভেবে-ভেবে কেবল খুঁজি ভূল পথ, দৌঁড়ে-দৌড়ে ক্লান্ত শরীর
এ কোন ভয়ে, এই কোন পাপে, দেহ জমে হয় স্থির?

বিপদ লগ্ন বিপদ ঘিরে, করে কেবল হৃদয় চূর্ণ
কত করে ডাকি সহায় হও প্রভু, কেন ঘিরে এত দৈণ্য...

কালশাপের জীবন ধুকে-ধুকে কেবল, দিচ্ছে অন্তিম চুম
পড়ি-পড়ি করে আড়-মোড় ভেঙ্গে, ভাঙ্গে নিঠুর ঘুম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন