ভালোবাসার শক্তি কি জান?
-এ রক্তচক্ষুতে শাসিয়ে যেমন ত্রিমোহনী দিক নির্দেশ করে
তেমনি হেঁয়ালিতে ভাসে শঙ্খনদীর তীরে বলাকাদের পিঠে
উড়ন্ত অগোছালো বেলায়, জমানো কথা প্রকাশের ব্যাকুলতায়।
ধু-ধু মেঘ উড়ে যায় নীলের বুক চিরে
শান্ত বিকেলে মেঘের কান্নারা জমা হয়
যখন ভালোবাসার এটুকু সুধায় অমৃতের অতৃপ্ত স্বাদ জমে
তখন বারাসনে বৃষ্টিরা ঝঙ্কার তুলে, গাগরের ছন্দে ঝনঝনে...
ভালোবাসা ছাড়া বসন্তের চাঁদ উঁবে যায় বির্কীনজীবনের মত...
সবুজের দেয়ালে ঘাস ফড়িংয়ের মতো লাফিয়ে লাফিয়ে ক্ষয়ে যায়
ধুকে-ধুকে পার করা যৌবনের আকুতির উপবিষ্ট ক্লেদাক্ত সময়,
আর দানাভূত লাবন্যে প্রাণের আহ্বাদ ঘুছে শুষ্কো মাটির ঘ্রাণে।
ভালোবাসা এ জন্যেই কেবল আসে...
জীবনের অনুরাগ গোলাপের পাপড়িতে পড়ে নিতে
অব্যক্ত ব্যাকুলতার সমস্ত ভাষা আকাশে উড়িয়ে দিতে
সহসা জীবনে পঞ্চমীর রাতে চাঁদের আলোটুকু হাত বাড়িয়ে ছুঁতে
অথবা ভালোবাসায় ভালোবেসে মরিবার স্বাদটুকু হৃদয়ে জমাতে।
-এ রক্তচক্ষুতে শাসিয়ে যেমন ত্রিমোহনী দিক নির্দেশ করে
তেমনি হেঁয়ালিতে ভাসে শঙ্খনদীর তীরে বলাকাদের পিঠে
উড়ন্ত অগোছালো বেলায়, জমানো কথা প্রকাশের ব্যাকুলতায়।
ধু-ধু মেঘ উড়ে যায় নীলের বুক চিরে
শান্ত বিকেলে মেঘের কান্নারা জমা হয়
যখন ভালোবাসার এটুকু সুধায় অমৃতের অতৃপ্ত স্বাদ জমে
তখন বারাসনে বৃষ্টিরা ঝঙ্কার তুলে, গাগরের ছন্দে ঝনঝনে...
ভালোবাসা ছাড়া বসন্তের চাঁদ উঁবে যায় বির্কীনজীবনের মত...
সবুজের দেয়ালে ঘাস ফড়িংয়ের মতো লাফিয়ে লাফিয়ে ক্ষয়ে যায়
ধুকে-ধুকে পার করা যৌবনের আকুতির উপবিষ্ট ক্লেদাক্ত সময়,
আর দানাভূত লাবন্যে প্রাণের আহ্বাদ ঘুছে শুষ্কো মাটির ঘ্রাণে।
ভালোবাসা এ জন্যেই কেবল আসে...
জীবনের অনুরাগ গোলাপের পাপড়িতে পড়ে নিতে
অব্যক্ত ব্যাকুলতার সমস্ত ভাষা আকাশে উড়িয়ে দিতে
সহসা জীবনে পঞ্চমীর রাতে চাঁদের আলোটুকু হাত বাড়িয়ে ছুঁতে
অথবা ভালোবাসায় ভালোবেসে মরিবার স্বাদটুকু হৃদয়ে জমাতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন