কৌতুক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কৌতুক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

এখনও বিয়ে করিনি

একজন বলল বিপ্লব ভাই, আপনার কেউ নেই?
বললাম- আছে ত, মা-বোন-পাড়া প্রতিবেশী -আত্মীয়
আরে তা না
তবে?
প্রেমিকা!
না, প্রেমিকা নাই, বউ আছে...
বউ? কোথায়?
বাপের বাড়ি
কেন? এখনও উঠিয়ে আনেন নি?
আরে তা না, এখনও বিয়ে করিনি...

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

সিরিয়াস কৌতুক সাথে প্রশ্ন (মিঃ বিন দেখার কারণে কৌতুকটির জন্ম সাথে প্রশ্নটির)

পাশের ফ্ল্যাটের পিচ্ছি অনুমান করি বয়েস দুই কি তিন হবে, অনেকক্ষন ধরে আব্বু-আব্বু করছিল। কোনদিক থেকে কোন সাড়া আসছিল না। আমি আমার রুমের চারপাশে তাকিয়ে দেখলাম আমি ছাড়া আর কেউ নেই। বলুন তো পাশের ফ্ল্যাটের পিচ্ছি কাকে আব্বু-আব্বু ডাকছে?

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫

চাপাবাজি

দুইবন্ধু মুভি দেখছে, এসময় একবন্ধু কিছুক্ষন পাশে বসে চলে যেতে চাইলে মুভিতে মনোযোগী বন্ধুটি বন্ধুকে উদ্দেশ্য করে বলল, কিরে চলে যাচ্ছিস কেন? বসে মুভি দেখ, মুভিটি ভালো হবে মনে হচ্ছে।

বন্ধুটির কথা শুনে চলে যাবার জন্য উদগ্রিব বন্ধুটি বলল- আরে ছাড়। এই মুভি আমি আগে অনেক দেখেছি, মুভির আগাগোড়া সব মুখস্থ। বন্ধুর জবাব শুনে অপর বন্ধুটি বলল- কি বলিস? মুভিটি তো নতুন, তুই কি করে দেখলি? ঠিক আছে যদি দেখে থাকিস তবে কাহিনী বল-

জায়গায় ধরা খাওয়া বন্ধুটি আমতা-আমতা করে আদ্যপ্রান্ত ভাবছে কি বলবে....ঠিক এসময় একটি অ্যাকশান দৃশ্য চলছে, যেখানে নায়ককে দেখে ভিলেনরা পালাচ্ছে- এই দৃশ্য দেখে বন্ধুটি বলল- আরে ঐযে দেখছিস ছেলেটা, ওটা নায়ক আর হিরোয়িনটা নায়িকা। আর বাদ-বাকী প্রেম-রোমাঞ্চ-মারামারি-কাটাকাটি অন্য ছবির মত। তুই দেখ, কাহিনী আমি যা বলেছি এর বাহিরে কিচ্ছু নেই। অবশ্য তোর যেহেতু মুভি ভালো লাগে তুই মজা পাবি, দেখ দেখ, আমি গেলাম....

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪

বাবা দেখা দে, নইলে টাকা দে

এলাকায় একপরিচিত- তাকে আমরা কাকা বলেই সম্মোদন করি।
কাকা সিদ্ধপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারীর ভক্ত। 
তো হয়েছে কি, একদিন লোকনাথ মন্দিরে শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারীর আর্বিভাব তীথি কিংবা তীরোধান তীথির অনুষ্ঠান চলছে (স্পষ্ট মনে নেই)।
হঠাৎ কাকা শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারীর মন্দিরের সামনে ষষ্টাঙ্গ প্রণাম করে আবেগকাতুর হয়ে পড়লেন। আবেগঘন কন্ঠে তিনি বলতে লাগলেন- বাবা দেখা দে, নইলে টাকা দে। দে বাবা, দে..... 

শনিবার, ১১ জানুয়ারী, ২০১৪

রাজনীতি আর সুশিলনীতির মধ্যেকার জ্ঞানের পার্থক্য


আমাদের দেশের রাজনীতি আর সুশিলনীতির মধ্যেকার জ্ঞানের পার্থক্য জানার জন্য পরীক্ষা চলছে। পরীক্ষা নিচ্ছেন দেশের বিজ্ঞেরদল।
তো পরীক্ষায় বিজ্ঞজন বসে আছেন পার্থক্য নিরূপণে আর আম-জনতা উদগ্রীব হয়ে বসে আছে পরীক্ষার ফলাফল দেখতে।

বিজ্ঞ‘জনারা উভয়কে ১-২০ এর নামতা বলতে বলল-

মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৩

দেখী হাসাতে পারি কিনা?

প্রযুক্তির ছোঁয়া জনজীবনকে দিয়েছে আকাশচুম্বি সফলতা, তারই ধারাবাহিকতার জের ধরে আজ জনজীবন হতে চলেছে যান্ত্রিক, প্রানহীন। যান্ত্রিকতার বেড়ানালে চাপা পড়ে ধীরে-ধীরে মানুষের মধ্যে মানষিক অশান্তি বাড়ছে দিনকে-দিন। আর এই মানষিক অশান্তির একমাত্র ঔষধ একচামচ হাসি। জীবনকে ঝরঝরে রাখতে প্রতিদিন তিনবার করে এই ঔষধ পান করুন। কি পার্শ্বপ্রতিক্রিয়ার কথা ভাবছেন? ভয় নেই, সম্পূর্ন পার্শ্ব-প্রতিক্রিয়ামুক্ত এ ঔষধ বিনামূল্যে সর্বত্রই পাওয়া যাচ্ছে। বিনা পয়সার জিনিস বলে ভাবছেন? ভয় করবেন না, শুধু একবার মনে করতে চেষ্টা করূন- আমরা বাঙ্গালি জাতী, আর এ জাতীর গৌরব আছে এ ব্যাপারে। বাঙ্গালি বিনাপয়সায় পেলে আলকাতরাও খেতে রাজী। হাঃ হাঃ হাঃ, দেশপ্রেমিক বাঙ্গালি ভাইরা, দয়া করে মন খারাপ করবেন না। আমরা দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে একটাকা ঘুষ খাওয়ার জন্য মানুষের জীবন ছন্নছাড়া করে দিতেও ভাবি না। দুঃখিত, আবার ভুল করে ফেললাম তাই ভুলের মাশুল হিসেবে নিচে দুটো সত্য ঘটনার আর দুটো শোনা কৌতুক দিচ্ছি।