শনিবার, ১১ জানুয়ারী, ২০১৪

রাজনীতি আর সুশিলনীতির মধ্যেকার জ্ঞানের পার্থক্য


আমাদের দেশের রাজনীতি আর সুশিলনীতির মধ্যেকার জ্ঞানের পার্থক্য জানার জন্য পরীক্ষা চলছে। পরীক্ষা নিচ্ছেন দেশের বিজ্ঞেরদল।
তো পরীক্ষায় বিজ্ঞজন বসে আছেন পার্থক্য নিরূপণে আর আম-জনতা উদগ্রীব হয়ে বসে আছে পরীক্ষার ফলাফল দেখতে।

বিজ্ঞ‘জনারা উভয়কে ১-২০ এর নামতা বলতে বলল-


প্রথমে নামতা পড়তে শুরু করল রাজনীতিক‘রা....
তারা পড়ে গেল ১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,১০,১০,১০,১০......‘এর নামতা।
এরপর সুশিল‘রা, তারাও পড়ে গেল ১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,১০,১৫,২০ এর‘নামতা।
নামতা পড়া শেষে বিজ্ঞেরদল দু‘পক্ষের অবস্থা দেখে বিভ্রান্ত হয়ে পড়ল, নিজেদের জানাটা নিয়ে নিজেরাই তাল-গোল পাকিয়ে বাকরূদ্ধ হয়ে পড়ল.........
আম-জনতার কৌলাহল উঠল ফলফলের, কিন্তু বিজ্ঞজন চুপচাপ বসেই রইল।

এ দেখে সুশীল আর রাজনীতিক‘রা নিজেরাই পার্থক্য জানাতে বসে পড়ল-
সুশীল‘রা জানাল রাজনীতিক‘রা ১০ শের নামতা বারবার বলার কারণে তাদের জানা কম সে তুলে ধরে নিজেদের সাফল্যেরগীতি তুলে ধরল আর আম-জনতাকে বুঝিয়ে দিল, তারা আরও বলল- যারা পার্থক্য নিরূপণে এসেছে তাদের অবস্থা রাজনীতিকদের চেয়ে খারাপ, কারণ রাজনীতিক‘রা যতটুকু পেরেছে, তারা ততটুকুও জানে না, তাই বোকার হর্দের মতো বসে আছে।
রাজনীতি‘রা বিজ্ঞজনদের ব্যাপারে সুশীলদের সাথে সমমত জানালেও; সুশীলদের কথার প্রতিবাদ করে বলল- সুশীল‘রা নিজেদের বড় রাখতে এক-দু‘টা বেশী বানায়ে বলেছে, ২০শের নামতার বেশী তারাও পারে।
আর আম-জনতা তো গোয়ার-মূর্খ, তারা রাজনীতিক আর সুশীলদের কাছ থেকে তাদের মধ্যাকার পার্থক্য জেনে নিজেরা তাদের সমন্ধে বিরাট শ্রদ্ধা আর ধারণা নিয়ে গেল......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন