বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০১৪

সন্দিগ্ন-সংশয় পরম্পর

তিলেকদোষে পথ যাহার নড়বড়
তালের খুটিতে সে পথে হবে ঘর
সন্দিগ্ন-সংশয় পরম্পর।

জানি তিল হতে তাল করিতে
পথে-পথে পড়িতে, কাঁদিতে
মানে-বিমানে এমনে গড়ি ঘর
জীবনভর;
সন্দিগ্ন-সংশয় পরম্পর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন