মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০১৪

পূর্ণত্রীর প্রতি শেষবাক


পূর্ণত্রী;
তোমার জীবনের প্রয়োজন সে তোমার!
তাই শেষ বাক্যবাণে পূর্ণবাক্যে শেখালে পদ‘ব্যবহার-
আমিও জানলাম কাজ বিশেষ্য, বিশেষণ, সর্বণাম, অব্যয় আর ক্রিয়ার,
তাই শেষ প্রতিক্রিয়াটুকুও অবাধ্যচিত্তে জানাচ্ছি; শোন-


ছোটবেলায় যখন ময়লা জড়িয়ে খেলাঘর সাজাতাম; তখন
দেহে অনেক বীষপৌড়া দেখা দিত-
সময়দোষে সে বীষপৌড়া শাসাত বারে-বার
ভূলভেবে ভূলে সেসময় দ্রোহের যাতনায় মরতেও চেয়েছি
তারপর দিন কয়েক ভুগিয়ে তারা ছাড়ত;
আর যাবার বেলায় রেখে যেত দেহের কৌঠরে ক্ষতচিহ্ন
সময় গত হলে, গায়গতরে বেড়ে উঠলাম
আর মুছে গেল সেদিনকার সে ক্ষত চিহ্নগুলো......

আচারি আচরণে তোমার শেখানো শিক্ষায় আমি আবার জানব
গৃহবিমুখ সুখ আমার ঘরবাঁধা সুখটুকুই শুধু আড়াল করবে
পূর্ণত্রী; এরবেশী কিছু হবার নয়,
আর বেশী কিছু নয়!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন