শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

ভাবতে চাইলে

ভাবতে চাইলে
এও এক জটিল সমীকরণ
অর্ধাংশ কিংবা অর্ধাঙ্গিনি হও
হবেনা দু'য়ে সহমরণ।

এদেশে লকডাউন তুলে দেওয়া উচিত

দেশের সামগ্রিক বিবেচনায় লকডাউন এ দেশের জন্য মোটেই সমাধান নয়। তাই এদেশে লকডাউন তুলে দেওয়া উচিত বলে আমি মনে করি। বিষয়টি এজন্যই বিবেচনার-
১) এদেশের মানুষ প্রচন্ডরকম অসচেতন, একগুঁয়ে, কট্টর, সংস্কারহীন, দাসমনোবৃত্তির, ঐক্যহীন, মতহীন, অধিক কৌতুহলী, ভাবলেশহীন, অগ্রাহ্যমনা, নীচমনা, দূর্বল

স্বভাব ও দূর্বল চিন্তাধারার।
২) সরকার ব্যবস্থা পক্ষকেন্দ্রীক, শৃঙ্খলা নিয়ন্ত্রণে অসমর্থ্য, ভীরুতাপূর্ন্য, ক্ষমতাকেন্দ্রিক।
৩) রাস্ট্র ব্যবস্থা দূর্বল, অসহনীয়, নীতিনৈতিকতা বিবর্জিত, অাগ্রাসী।
যেহেতু রাস্ট্র, সরকার আর জনগনের মধ্যেকার কোন সমন্বয় বা ঐক্য সংস্থাপন কোনভাবেই সম্ভব নয়, তাই লকডাউনের মত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এদেশে প্রয়োগও

বাস্তবিকভাবে সম্ভব নয় বরং এতে কর্মহীন মানুষের দিকে দুর্ভিক্ষ ধেয়ে আসবে আর করোনা থেকে বাঁচাবার পথ খোঁজা এখানে অমূলক হয়ে দাঁড়াবে।

বুধবার, ৮ এপ্রিল, ২০২০

সময় পুরিয়ে এল ঐ যাবি কি সঙ্গে যাবি

ওরে ব্যাকুল বেহালা
আর কতদিন গাবি
সময় পুরিয়ে এল ঐ
যাবি কি সঙ্গে যাবি!!


মনে আজ এক অজানা
শঙ্কার ঢংগা বাজে ঐ
বাতাসে নিঃশব্দে বাজে
মৃত্যুর শিকল পড়ল কৈ
জানাতে সব অজানা
রক্তচোষা রক্ত খাবি!!
সময় পুরিয়ে এল ঐ
যাবি কি সঙ্গে যাবি!!


শুনেছি সময়ে পুরোবে
সময়ের পার্বণ
মৃত্যুর পর ছুবেনা দেহ
এমনই সে মরন
বসে অঘোর ঘোরে ভাবি
তবে কি সঙ্গে রবি!!
সময় পুরিয়ে এল ঐ
যাবি কি সঙ্গে যাবি!!


আজ মরি তো
কাজ হবে না
স্বপনের ভীটে
ঘর হবে না
যারা লড়িল
তারাও চলিল
মাঝখানটায়
নীরব সবি!!
সময় পুরিয়ে এল ঐ
যাবি কি সঙ্গে যাবি!!