বুধবার, ৬ মার্চ, ২০১৯

পথ খুঁজি কোথাই....

কাঁচা শরীর পেকে গেছে,
কাঁচা শরীরে পাক ধরেছে
উপায় খুঁজে না পাই
বলগো ও... ও সাঁইজি
পথ খুঁজি কোথাই....
বলগো ও... ও সাঁইজি
পথ খুঁজি কোথাই....।


আড়ম্বর করিয়া আমি, ভেবেছি কি ভুখে
কাটিয়ে দেব এমনি করে, রঙ্গরসে সুখে
বয়সদোষে দেহকোষ মরে গো গোসাঁই
বলগো ও... ও সাঁইজি
পথ খুঁজি কোথাই....


মধুকে মধুকর বসে, খেল মধু সুখে
সুখের প্রমোদ গৃহ, হাসি মুখে-মুখে
হঠাৎ গৃহে ঝড় বহিয়া, গৃহ উজানে মিশে যায়
বলগো ও... ও সাঁইজি
পথ খুঁজি কোথাই....


যদি বোধ এমন হতো,
মানব ভ্রুণ কি কভু প্রমোদে ভুলিত
জানি বা কি? জানি বা কোথায়? সাঁই
ডাকে অবিবেচক অসহায়
বলগো ও... ও সাঁইজি
পথ খুঁজি কোথাই....