অনুকাব্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অনুকাব্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২৯ আগস্ট, ২০২০

বাকীসব নিরর্থক বোধ হয়

এখনকার দুনিয়া এমন এক জায়গা যেখানে বীষটাও কিনে খেতে হয়।
পূঁজিবাদ চক্র দুনিয়াটাকে এতটা অর্থময় করেছে, বাকীসব নিরর্থক বোধ হয়!!

শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

ভাবতে চাইলে

ভাবতে চাইলে
এও এক জটিল সমীকরণ
অর্ধাংশ কিংবা অর্ধাঙ্গিনি হও
হবেনা দু'য়ে সহমরণ।

বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

সমস্ত ক্লান্তি ফিরিয়ে দিলে

অতটা মুছোনা আঁখি, যতটা ভরে জলে
ফিরিয়া যদি না দেখি, কতটা অশ্রুজলে


একদিন সমস্ত ক্লান্তি ফিরিয়ে দিলে
তোমার কাছেই ফিরব সখী ঠিক
সেদিন তোমার ঐ আঁখি জল
মোর আঁখিতে পাবে দিক।

অশ্রু ঋণ

তোমাকে আমি হারাচ্ছি যত প্রিয়া
তুমিও আমায় হারাচ্ছ তত প্রিয়,
মাঝের ভূল খুনসুটি ভুলে হারাবার দিন
অসম্ভবের ক্ষণতায় গড়িবে অশ্রু ঋণ।

সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮

গুচ্ছ কবিতা

 পূর্বাকাশে মুক্তির সূর্য, দিয়েছে আলো ঢেলে
স্বাধীন আমরা স্বস্তি মোদের, জন্মভুমির কোলে।
=====================
কত সাধনা কত স্বপ্ন কত বিস্তৃত রেখা
সবকিছু মিশে আছে এই মুক্তির পতাকায়।
======================
হিংস্র হায়নার সামনে বসে, এঁকেছি বিজয়রেখা
যে রেখায় হল বিনিময়- এক সাগর রক্ত, একটি পতাকা।
====================
গাঢ়সবুজ সীমানায় মিলেছে রক্তের নদ
বাতাসে মিশেছে আহাজারি; হা-হা-কার
লক্ষপ্রাণের বিনিময়ে পাওয়া পতাকা
তোমার-আমার এই বাংলার।
===================
সবাই ভূলে যায় সময় পেরিয়ে
ভুলে গেছে হয়ত সবাই
কত আর্তনাদ, কত অভিপ্রায়
মিশে আছে এ মাটিতে, বাংলায়।
==================
যে ভয়ংকর রাতে, যে রক্তধারার করালস্রোতে
জন্মনেয় বাঙ্গালীর বীরত্বের ইতিকথা,
সে ইতিকথায় স্বপ্ন খোলে, আগামীর শিশু হাসে মায়ের কোলে
মানচিত্রে তুলে ধরে মুক্তির আহ্লাদে- মুক্ত পতাকা; বাংলার স্বাধীনতা।

বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮

বড় নিঃসঙ্গ, একাকী

সন্ধ্যেটা,
হাতিরঝিলে শতমানুষের ভীড়ে বসে থাকি,
শিরশির মৃদু বাতাস ছুঁয়ে যেতে যেতে বলে
তবুও জীবন একাকী;
বড় নিঃসঙ্গ, একাকী।

সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮

দ্বন্ধ

কারও জীবন সহিবার
আর কারও বহিবার
কারও স্রোতে ছুটে চলাবার
কিংবা অথৈ তরঙ্গে থামবার
অযথা ভেবে ভেবে পথ হারায় দিক-বিদিক
জানিনে; আছি কি নিজের মাঝে, চলছি কি সঠিক!

বুধবার, ১৪ মার্চ, ২০১৮

সুখ

পর্বতশৃঙ্গ পাড়ী দিতে,
কাঁপে যার বুক
মাটির ভূগহ্বরেই তার,
আজীবনের সুখ।

শনিবার, ২১ অক্টোবর, ২০১৭

ভেজে লাজ

পরিস্থিতি যখন বিপরীতে-
আকাশ যখন মেঘের সুখে!
তখন আমি লাজ হেরি সে কার দুয়ারে?
ভেজা আমি, ভেজা বসন
ভেজে লাজ নিজে লজ্জা হেরে!

সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭

পথগুলো কঠিন বলেই

 পথগুলো কঠিন বলেই-

অভিযোগ রেখে অনুযোগ করি,
অভিমান জমিয়ে রেখে পথ দেই পাড়ি।

কান্না নাকি চোখের নোনা?

মনের অজান্তেই নেমে আসে শ্রাবনধারার বৃষ্টি!
কেউ জানে না-
একি আকাশের কান্না নাকি চোখের নোনা?

শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭

কেউ যদি না জানে

কেউ যদি না জানে সখা
আছ কতটা সত্ত্বা জুড়ে
কি করে জানিবে সবে
এ বিষন্ন বিকেল ছুঁয়ে?

অশ্রু বর্ষনে

অপেক্ষার প্রহর বড় মধুময়...
অশ্রু বর্ষনে লবনাক্ত হয়...

ভাবনা

সাজিতে-গুছিতে আমার গেল দিনমান
কেমনে হবে তবে মুশকিল আসান

ভবঘুরে!!!

কিছুটা হারিয়ে আছি কাজের ঘোরে,
কিছুটা নিজের ঘোরে।
আড়াল হলে শুনি বলে লোকে-
আমি নাকি ভবঘুরে!!!

কি মিলেছে

ধ্রুবতাঁরা!
আকাশ হতে চেয়েছিলে সংঘাতে
দুনিয়া জানতে চায়নি
কি মিলেছে প্রভাতের বিধূর বৈরি সংকটে?

যতই চাস

পথ তোকে পথবেড়ী পরিয়ে
ঠাঁই রাস্তায় রাখব দাঁড়
তুই যতই চাস করতে
আমা হতে ছন্ন ছাড়।

বোধ-বসবাস

সবুজ তুই না বুঝে আমায়
কেন এত পৌহাস
আমার ধ্যান-মান সব পড়ে রয়
তোর বুকে করতে বাস।

প্রাপ্তী-অপ্রাপ্তী

সবুজ তোকে গিলে খাব বলে
তোর গীত গাই
আমার মাতাল হবার আগে গিলে নে তুই
বিঘোর অমবশ্যায়।

বাহির-ঘর

কবিতাকে ভালোবেসে
ঘর ছেড়েছি কবে
কোন ঔশ্বরির ঝলকে পড়ে
ফিরলাম ঘরে তবে?