সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮

গুচ্ছ কবিতা

 পূর্বাকাশে মুক্তির সূর্য, দিয়েছে আলো ঢেলে
স্বাধীন আমরা স্বস্তি মোদের, জন্মভুমির কোলে।
=====================
কত সাধনা কত স্বপ্ন কত বিস্তৃত রেখা
সবকিছু মিশে আছে এই মুক্তির পতাকায়।
======================
হিংস্র হায়নার সামনে বসে, এঁকেছি বিজয়রেখা
যে রেখায় হল বিনিময়- এক সাগর রক্ত, একটি পতাকা।
====================
গাঢ়সবুজ সীমানায় মিলেছে রক্তের নদ
বাতাসে মিশেছে আহাজারি; হা-হা-কার
লক্ষপ্রাণের বিনিময়ে পাওয়া পতাকা
তোমার-আমার এই বাংলার।
===================
সবাই ভূলে যায় সময় পেরিয়ে
ভুলে গেছে হয়ত সবাই
কত আর্তনাদ, কত অভিপ্রায়
মিশে আছে এ মাটিতে, বাংলায়।
==================
যে ভয়ংকর রাতে, যে রক্তধারার করালস্রোতে
জন্মনেয় বাঙ্গালীর বীরত্বের ইতিকথা,
সে ইতিকথায় স্বপ্ন খোলে, আগামীর শিশু হাসে মায়ের কোলে
মানচিত্রে তুলে ধরে মুক্তির আহ্লাদে- মুক্ত পতাকা; বাংলার স্বাধীনতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন