শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

বাবা হবার অনুভূতি

বাবা হবার অনুভূতি সত্যি অন্যরকম অসাধারণ। গতকাল সন্ধ্যেয় সে বুক ভরে পূর্ণতা এনে দিলে আর তাতে সারাটা রাত কখন যে জেগে কেটে গেল, টেরটিও পেলাম না। 

(আমার প্রথম সন্তান ত্রিদেবের জন্মদিন)

বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

সমস্ত ক্লান্তি ফিরিয়ে দিলে

অতটা মুছোনা আঁখি, যতটা ভরে জলে
ফিরিয়া যদি না দেখি, কতটা অশ্রুজলে


একদিন সমস্ত ক্লান্তি ফিরিয়ে দিলে
তোমার কাছেই ফিরব সখী ঠিক
সেদিন তোমার ঐ আঁখি জল
মোর আঁখিতে পাবে দিক।

অশ্রু ঋণ

তোমাকে আমি হারাচ্ছি যত প্রিয়া
তুমিও আমায় হারাচ্ছ তত প্রিয়,
মাঝের ভূল খুনসুটি ভুলে হারাবার দিন
অসম্ভবের ক্ষণতায় গড়িবে অশ্রু ঋণ।

বুধবার, ৬ মার্চ, ২০১৯

পথ খুঁজি কোথাই....

কাঁচা শরীর পেকে গেছে,
কাঁচা শরীরে পাক ধরেছে
উপায় খুঁজে না পাই
বলগো ও... ও সাঁইজি
পথ খুঁজি কোথাই....
বলগো ও... ও সাঁইজি
পথ খুঁজি কোথাই....।


আড়ম্বর করিয়া আমি, ভেবেছি কি ভুখে
কাটিয়ে দেব এমনি করে, রঙ্গরসে সুখে
বয়সদোষে দেহকোষ মরে গো গোসাঁই
বলগো ও... ও সাঁইজি
পথ খুঁজি কোথাই....


মধুকে মধুকর বসে, খেল মধু সুখে
সুখের প্রমোদ গৃহ, হাসি মুখে-মুখে
হঠাৎ গৃহে ঝড় বহিয়া, গৃহ উজানে মিশে যায়
বলগো ও... ও সাঁইজি
পথ খুঁজি কোথাই....


যদি বোধ এমন হতো,
মানব ভ্রুণ কি কভু প্রমোদে ভুলিত
জানি বা কি? জানি বা কোথায়? সাঁই
ডাকে অবিবেচক অসহায়
বলগো ও... ও সাঁইজি
পথ খুঁজি কোথাই....

রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯

দুনিয়ায় সমস্ত সৌন্দর্য

দুনিয়ায় সমস্ত সৌন্দর্য ভীরুতা আর ঢংয়ে পরিপূর্ণ।
দুনিয়া যতবেশি গর্দভে ভরে উঠবে, দুনিয়া ততবেশী হাসি-হুল্লোরে মেতে উঠবে।
বুদ্ধিমান-জ্ঞানীজনের হাতে পৃথিবীটা অনেক বেশি যান্ত্রিক আর অসুখী।