বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮

বড় নিঃসঙ্গ, একাকী

সন্ধ্যেটা,
হাতিরঝিলে শতমানুষের ভীড়ে বসে থাকি,
শিরশির মৃদু বাতাস ছুঁয়ে যেতে যেতে বলে
তবুও জীবন একাকী;
বড় নিঃসঙ্গ, একাকী।

মঙ্গলবার, ৫ জুন, ২০১৮

অসভ্যতাই দুনিয়ার আসল খেয়াল!

অসভ্যতাই দুনিয়ার আসল খেয়াল!

শুধু গুটিকয়েকের সভ্য হওয়ার প্রচেষ্টা;
জগতকে হানাহানির দিকে ধাবিত করে।

রবিবার, ৩ জুন, ২০১৮

মুক্তি

চাই না বাঁচতে আর ধরায়
তবু কোন পিছুটান জানি
           জড়িয়ে ধরে পায়...


রাতের প্রহর শেষে
দিনের তরীর গানে
শত মমতা, শান-শওকত
জড়িয়ে আছে মনে


বাড়ছে ভূ-লোকে দায়
ঋণের দায় কাঁদে বয়ে
        হে পৃথিবী বিদায়...