বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮

বড় নিঃসঙ্গ, একাকী

সন্ধ্যেটা,
হাতিরঝিলে শতমানুষের ভীড়ে বসে থাকি,
শিরশির মৃদু বাতাস ছুঁয়ে যেতে যেতে বলে
তবুও জীবন একাকী;
বড় নিঃসঙ্গ, একাকী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন