রবিবার, ৩ জুন, ২০১৮

মুক্তি

চাই না বাঁচতে আর ধরায়
তবু কোন পিছুটান জানি
           জড়িয়ে ধরে পায়...


রাতের প্রহর শেষে
দিনের তরীর গানে
শত মমতা, শান-শওকত
জড়িয়ে আছে মনে


বাড়ছে ভূ-লোকে দায়
ঋণের দায় কাঁদে বয়ে
        হে পৃথিবী বিদায়...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন