মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০১৪

ভিড়বে বল কোন সে কুলে...

ভৈরব নদ উথলে পড়ে
অশ্রুভরা নোনাজলে;
ধর্মেরডিঙ্গি বাড়িয়ে সে‘স্রোতে
ভিড়বে বল কোন সে কুলে?

সাজানো ঘর ভেঙ্গে দিলে
হলো খান-খান স্বপ্নগুলো,
শঙ্কিত আজ পথে জীবন
নৃশংসতায় হারায় চাল-চূলো।


ধর্মের দোহাইয়ে বলি আজ
ধর্ম যদি কও শান্তির দলে!
শান্তির ডিঙ্গি বাড়িয়ে এ‘স্রোতে
ভিড়বে বল কোন সে কুলে?

ঘর ছাড়ালে, ঘটি ছড়ালে
ধুকে মারলে ক্ষুধায় অনাদরে
কোন সে ভাষায়, কিসের আশায়
কোন পথে ফিরব আপন ঘরে?
ধর্ম যদি বলে এ‘মানবতা
কোন সমর্থনে তা শান্তির হলে?
মানবতা পুড়ে ডিঙ্গি বাড়িয়ে
ভিড়বে বল কোন সে কুলে?

শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ জাতি
শ্রেষ্ঠ জীবন শ্রেষ্ঠ কুল
সর্ব শ্রেষ্ঠ নিয়ে ফুটে
জগৎশ্রেষ্ঠ মানব ফুল;
সে শ্রেষ্ঠকে পায়ে ঠেলে পথে
পথ ভুলাতে চাও কোন সে ভুলে?
ভুলভরা পথে ডিঙ্গি বাড়িয়ে
ভিড়বে বল কোন সে কুলে?

আমরা না হয় থাকব না কাল
মরব না হয় পড়ে ধুকে-ধুকে
তবু; জগৎ যদি থেকে থাকে
দেখবে কেউ এই তোমাকে,
তোমরা বিভেদ করে এ আমাদের
আর কত রক্ত ঝরাবে জলে?
দেখুক জগত ধর্মেরডিঙ্গি বাড়িয়ে
ভিড়ছ তোমরা কোন সে কুলে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন