বুধবার, ৮ জানুয়ারী, ২০১৪

থাক মা তুমি সয়ে


ওগো মাটি মা; স্বাদের সেতারায় সুর দিতে বল
করূণসুরে বেজে হই, শেষ একবার অঙ্গার
ও‘ঘরে আমার ঠাকুর পুড়ে অমানবিক চিৎকারে
আমি বাকরূদ্ধ হতে চেয়েও, থামাতে পারি না চিৎকার।

সিঁথির সিদুর যায় মুছে আজ, মুছে যায় আমার হাতের শাখ
এ‘জীবন তীথিয়া কি আর ভাসিব ভালো, কোথায় ঠেকিবে জীবন বাঁক!


কোথায় আর হবে যাওয়া-আসা
কোথায় ঘুছবে আর ভ্রান্তি,
এ‘জীবন বাঁচিয়া রহিবে কাহার
কাহারে ভাসিয়া পাইব শান্তি?

শপদে মাটি মা, লইও কোলে
যেমনে ঠাকুর লয়েছ
পাপ বুঝি না, বাসনা খুঁজি না
জানি পড়িতে দেহ আছ।

করূণ সেতারার সুরে, দেহ চলে আগে
পদভার মা বয়ে,
এই পাপজঞ্জাল ঠাকুর পাশে পুড়ুক
থাক মা তুমি সয়ে
থাক মা তুমি সয়ে.....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন