জীবনগহ্বরে পিপড়ার দু‘চোয়ালে
চিমটি দেয়া
ক্ষনিকের যে মধুর সুখ,
সে সুখে অধরে ললনাকে
ঠাঁই দেবার বাসনা জাগে।
কি ভুখে এই আমার
স্নায়ুযুদ্ধ যাতনা,
নীলসাগরের ঢেঁউ বুঝে
সাঁতারে ডুবায়?
চিমটি দেয়া
ক্ষনিকের যে মধুর সুখ,
সে সুখে অধরে ললনাকে
ঠাঁই দেবার বাসনা জাগে।
কি ভুখে এই আমার
স্নায়ুযুদ্ধ যাতনা,
নীলসাগরের ঢেঁউ বুঝে
সাঁতারে ডুবায়?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন