ঐটুকু পথ তোমার, এইটুকু পথ আমার
জন্ম-জন্মান্তর পরিক্রমায় মোদের মোহময় সংসার
উদরে তোমার মাতৃভূষণ, উদরে আমার পিতা
নিখিল মাঝে তোমার গীতে রচি আমার প্রেমময় কবিতা।
জন্ম-জন্মান্তর পরিক্রমায় মোদের মোহময় সংসার
উদরে তোমার মাতৃভূষণ, উদরে আমার পিতা
নিখিল মাঝে তোমার গীতে রচি আমার প্রেমময় কবিতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন