শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৫

অদৃষ্ট অন্তিম

খড় - কুটোর ঘর বেঁধেছি
ভেঙ্গেছি দুয়ার অন্তঃকালের
কালপ্রভাতে যাত্রা করে
খোঁজ করেছি যমালয়ের।

দ্বীধা যখন জন্মবলয়
ঘোর কাটেনা ত্রয়োদশকালে
অনন্তকে অন্তিমে বাঁধি
অদৃষ্টতার ছ্ল কৌশলে।

অন্তর্যামীর অদৃশ্য খেলা
খেলার সমগ্র আমি যত
নিশ্চিতে জীবন সাঙ্গ হলে
ভীষণ ব্যথার ক্ষত নত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন