বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৫

সৃষ্টির প্রসব বেদনা যার মাঝে থাকে তার চোখে ঘুম থাকে না!

সৃষ্টির প্রসব বেদনা যার মাঝে থাকে তার চোখে ঘুম থাকে না!

নিরন্তর মাতৃগর্ভের মত মগজের ভিতরে যে সন্তানরা দিনে-দিনে অপেক্ষায় থাকে ভূমিষ্ট হবার বাসনায়, তাকে সুরক্ষিত রাখার ইচ্ছেয় মা নিয়ত যন্ত্রনা সহে-সহে তাকে লালন করে। জন্মাদানের এসময় মাতৃচোখে ঘুমের অভ্যর্থনার চেয়ে তার গর্ভাদ্দেশে সন্তানের নড়াচড়াই তাকে বেশী ফুলকিত করে, তেমনি সৃষ্টিশীল মানুষেরা ঘুমোতে পারে না মগজে সৃষ্ট সন্তানের ভূমিষ্ঠ হবার অধীর আগ্রহে; প্রতীক্ষায়।

সন্তান জন্মদানের পর যেমন সন্তানের দিন-রাত কান্না মাতৃহৃদয়কে অসহনশীলতার পরিবর্তে ব্যাকুল করে তোলে, ঠিক তেমনি প্রতিটি সৃষ্টিশীল মানুষের সৃষ্টি তাকে ব্যাকুলতায় আকড়ে ধরে। আপনার সৃষ্টিকে, আপনার সন্তানকে স্নেহ-মমতা উজাড় করে দিতে কার্পণ্য না থাকায় ক্ষেত্রে মাতৃহৃদয়ে ঠিক যেমন বাসনা ব্যপ্ত থাকে সন্তানের স্পন্দনকে সহে-সহে, তেমনি জাগতিক বাসনায় জাগ্রত প্রতিটি সৃষ্টিশীল মানুষের কার্য্যবলয় তাকে নিরন্তন সহে যাবার তাগিদ দেয়, প্রত্যয় দেয় নিজের রূগ্ন সন্তানটিকে পরিপুষ্টভাবে বড় করে তোলার অদম্য বাসনায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন