বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৫

যখন বন্দি আমার এই মন

যখন বন্দি আমার এই মন
যখন বন্দিনী তুমি আপন
চল্ না দূর তটদেশে.....
চল্ না সমুদ্র পাশে.......
দু‘জনে হাত ধরে যাব বহুদূরে, এ পথের শেষ হবে না
আকাশের নীলসীমা, দু‘জনে ছৌঁব চল্, পথভূলে হারাবো দু‘জনা
শুধু রাশি-রাশি কাঁশফুল ছুঁয়ে যাবে আমাদের এ মন
যখন বন্দিনী তুমি আপন।

বল্ নাগো সাথে তুমি যাবে......
বল্ নাগো সঙ্গী পথের হবে.......
ভালোবাসা ছড়িয়ে দেব, হৃদয় বাঁধিয়ে নেব, সে বাঁধন কভু ছিড়বে না
কনকলতার ডোরে, বাঁধিয়া দু‘জনারে, গড়ব স্বপনের ঠিকানা
শুধু প্রেম সত্য ছড়াব ভুবন
যখন বন্দিনী তুমি আপন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন