জীবন সম্পর্কে মানুষের বোধদয় জন্মলগ্ন থেকে। পৃথিবীতে জন্মেই যখন শিশুটি অন্ধকার শীতল মাতৃগর্ভের সংস্পর্শহীনতা অনুভব করে, তখন তার বোধে আসে আলো-আঁধারের উষ্ণতম এই পৃথিবীতে সে কতটা অসহায়। ডুকরে প্রাণপণে কেঁদে সে তার অসহায়ত্বটাকে জানান দেয়। অথচ সময়ের মিলনযজ্ঞ একদিন মানুষকে মাতৃগর্ভের চেয়ে পৃথিবীটাকে প্রিয় করে তোলে। পৃথিবীতে তার স্বপ্ন‘রা লালন হতে থাকে, সময়ের পরিক্রমায় স্বপ্নের মোহজালে জড়িয়ে তার দিনগুলো গড়িয়ে যেতে থাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন