সবকিছুর মায়া ছেড়ে দিলেই কি শেষ হয়ে যায় সব বন্ধনের বাঁধা ?
জীবনের শেকল ছড়িয়ে দিকে-দিকে, দেখেও তোর হয় না শেখা? গাধা...
ছেড়ে গেলি না হয় সংসার, ছুটে গেলি না হয় নির্জন পাহাড়, বন
সেখানে গিয়ে মন ভরে তুই করবি কি সুধা পান? কিংবা করবি কি অবলোকন?
সৃষ্টির বৃত্তান্ত উঠে না কেঁদে যার, দেয় না যারে ইশারা,
তাকে কিসে করবি গোপন, কিসে করবি তারে সারা?
গোপনে সে বন্ধন তাড়ায়, কি করে করবি তারে মিছে
বান্ধবের বন্ধন গড়িয়া চলিছে, দেখ তোর পিছে-পিছে।
জীবনের শেকল ছড়িয়ে দিকে-দিকে, দেখেও তোর হয় না শেখা? গাধা...
ছেড়ে গেলি না হয় সংসার, ছুটে গেলি না হয় নির্জন পাহাড়, বন
সেখানে গিয়ে মন ভরে তুই করবি কি সুধা পান? কিংবা করবি কি অবলোকন?
সৃষ্টির বৃত্তান্ত উঠে না কেঁদে যার, দেয় না যারে ইশারা,
তাকে কিসে করবি গোপন, কিসে করবি তারে সারা?
গোপনে সে বন্ধন তাড়ায়, কি করে করবি তারে মিছে
বান্ধবের বন্ধন গড়িয়া চলিছে, দেখ তোর পিছে-পিছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন