কত শর্ষ্যের ভেতর ভূত
কত ভূতের ভেতর শর্ষ্য
আমি ছড়াতে পারিনি কিছু, আমি মেনেছি সবের বশ্য
আমি সব নিয়েছি মেনে
আমি যাচ্ছি দিন গুনে-গুনে
যাকনা জীবন দেখিয়ে তার বিভ্রম রহস্য।।
সব পদে আছে বল
তাই পদে-পদে চল
কেউ চলছে না তাই চলছি একা, সম্ভল অস্তাচল
আমার হয়নি জানা কিছু
আমি চলছি শুধু পিছু-পিছু
জীবনটাতে তাই ফেলে যায় কত বিদ্রুপ হাস্য।।
কত ভূতের ভেতর শর্ষ্য
আমি ছড়াতে পারিনি কিছু, আমি মেনেছি সবের বশ্য
আমি সব নিয়েছি মেনে
আমি যাচ্ছি দিন গুনে-গুনে
যাকনা জীবন দেখিয়ে তার বিভ্রম রহস্য।।
সব পদে আছে বল
তাই পদে-পদে চল
কেউ চলছে না তাই চলছি একা, সম্ভল অস্তাচল
আমার হয়নি জানা কিছু
আমি চলছি শুধু পিছু-পিছু
জীবনটাতে তাই ফেলে যায় কত বিদ্রুপ হাস্য।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন