শনিবার, ২৪ মার্চ, ২০১৮

উন্নয়ন

এ'দেশের শহরে গ্রামে
যে আট-দশ ঘরে করছে আলো চকচকানি
সে আলো ছুটছে কোথায়? ফুটছে কোথায়?
আমরা জানি, হয়ত জানি!


উন্নততর-উন্নতধারায়;
উন্নত কাদের নভোযান?
দেখছি পথের ধূলোয় মিশে
৯০ 'গৃহস্থের গোরস্থান।


হয়ত বদলাচ্ছে জীবনধারা;
পাল্লায় জীবনমান বাড়ছে কি হায়?
উন্নয়নের জোয়ার ছুঁয়েছে আকাশ
আমরা ডুবে-ডুবে খাবি খাই?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন