বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৩

প্রাপ্তী

জীবন স্রোতে যে ভেলায় নিত্য-দিনকার আসা-যাওয়া, সময়ের সাথে-সাথে সে ভেলায় জমে সুখ-দুঃখ-সমৃদ্ধি কিংবা অসহায়ত্ব। তবু জীবনস্রোত তাকেই কেবল পরিপূর্ণতায় ভরে দেয় যার হৃদয়ের দৃড়তা প্রকট, যে জীবনকে জীবনের চোখে দেখে, যার কাছে প্রাপ্তী বাসনা প্রলুব্ধ নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন