তুমি কি নিজেকে আস্তিক মনে কর? তবে তোমার মহান রাব্বুল আলামিনের নামে কসম করে বলতো- তুমি তার সবকিছু বিশ্বাস কর, তার সব অনুশাসন তুমি মেনে চল, তিনি সর্বঅধিশ্বর তা নিয়ে তুমি একটা মুহূর্তেও সন্ধিহান হও না। শপদ করে বলতো দেখি তুমি মানুষকে মানুষ ভাবতে পার, উঁচু-নিচু প্রবেধ তুমি কর না, তুমি ধৈর্য্যচূত নও। বল তুমি কখনো মিথ্যাকে অগ্রাসন দাও না, তোমার কন্ঠে সত্য চিরভাষ্কর। যদি পার আমি তোমাকে অকপটে আস্তিক মেনে নেব। আর যদি না পার তবে তুমি যে প্রকারের আস্তিক এ প্রকারের আস্তিক সবসময় ধান্ধাবাজ হয় (যেমন- সাঈদী, গোলাম আজম, কামরুজ্জামান...) এরা নিজের স্বার্থের জন্য যেমন নিজের জন্মপরিচয় অস্বীকার করতে পারে, তেমনি নিজের কলংককে ঢাঁকতে বর্বর হত্যাযজ্ঞও সৃষ্টি করতে পারে। তোমার আমার কথায় অবিশ্বাসে আমার কিছু আসবে যাবে না, শুধু অনুরোধ করি নিজের হৃদয়কে সত্য জিজ্ঞাসা থেকে বিরত রেখ না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন