শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩

কবিতাঃ আমরা সবাই মিলে স্বপ্ন সাজাতে চাই

আজ স্বপ্নকুঠিরে সবাই মিলে স্বপ্ন সাজাতে চাই
মানবতার স্বপ্ন-সৌহার্দ্যে কে কে আসবে হাত বাড়াই
আমরা তাদের নিয়ে স্বপ্ন গড়াই, আমরা তাদের নিয়ে স্বপ্ন গড়তে চাই।
আমরা আজ স্বপ্ন গড়ব তৃণসনে, স্বপ্ন গড়ব দীনজনে
অবক্ষয়রোধে, মনুষ্যত্ববোধে আমরা মন জড়াই
আমরা সবার জন্য একটা স্বপ্ন চাই, আমরা সবাই মিলে স্বপ্ন সাজাতে চাই।।

আমরা চাইনা নিরক্ষরতার শাপ কিংবা অন্নপাপ
আমরা চাইনা বেকারত্ব কিংবা দরিদ্রতার রূদ্ধতাপ
সবাই আমরা বন্ধু-স্বজন থাকব সবাই মিশে
সে স্বপ্নে হতে আগুয়ান, জাগি প্রভাত প্রত্যূষে
আমরা জীবন-যাপনে সাম্যের বাণী প্রাণেতে সবার জাগাই।
আমরা সবার জন্য একটা স্বপ্ন চাই, আমরা সবাই মিলে স্বপ্ন সাজাতে চাই।।

তারা’তো আমাদেরই বোন-ভাই, যারা আজ নিরক্ষরতার অভিশাপে
এরা’তো আমাদেরই স্বজন, যারা ধুকছে ক্ষুধার তাপে
ওরা’তো আমাদেরই মতো স্বপ্ন দেখতে চায়, যারা অন্ধ-সামর্থ্যহীন
তাদের’ওতো আমাদেরই মতো বাঁচতে সাধ জাগে, যারা পথভুলে হয়েছে শৃঙ্খলহীন
পথে-পথে বেকার হয়ে ঠুকছে মাথা, সেও তো বন্ধুজন
আমরা কাকে হেলে পথে কাকে ধরে করব, নিজেদের স্বপ্ন সাধন?

আমরা এমন স্বপ্ন চাই, থাকি যেন আমরা সবে আনন্দ উচ্ছ্বলতায়
দুঃখ যদি ভাসাবে মোদের ভাসব একসনে, একাত্মাপ্রাণ মোদের; জড়াব প্রাণে-প্রাণে
যদি আজো হয়নি পূরণ স্বাধীনতার পূর্ণস্বাদ, তবু মোরা স্বপ্ন দেখী শুভ্র সেই প্রভাত
আমরা প্রভাত ফেরিতে আজ, মানবতার গান গাই
আমরা সবার জন্য একটা স্বপ্ন চাই, আমরা সবাই মিলে স্বপ্ন সাজাতে চাই।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন