প্রলয়ের পথে মৃত পথিক
শকুন মাংস খায় চারপাশ চেয়ে
এ এক দূর্ভিক্ষ অভিশাপে,
সব ধ্বংস পারমানবিক তান্ডবতায়
জানোয়ার ঐ ছুটছে ক্ষমতার তোড়ে
জীবন বোধহীন তেজস্ক্রিয় পরিতাপে।
অনুতাপের সংগতি নেই কোথাও
সহিংসতায় দিকে-দিকে উঠে রব
সাথে যাতনা উঠে ঘৃণা কিংবা ক্ষুধার তাপে,
মানবতা আর মনুষ্যত্বের রুপ একি!
গগন নীলিমা মিলেছে রক্ত কালোয়
অস্পষ্ট হয়েছে সব গগনবিদারী পাপে।
আজ লৌহচুম্বনে রো-রো রব উঠে
কিংবা উঠে আহাজারির তীব্র রোদন
একি ক্ষুদার যাতনায়! নাকি সিদ্ধকামনায়!
ধ্বংসস্তুপে জড়ানো প্রকৃতির মিলন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন