শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩

কবিতাঃ ভালোবাসার কথা

নীশিতে নিমগ্নচিত্তে করি
কাহারে লালন?
কি লাজে মুখ রাঙ্গে, বুক ভাঙ্গে?
ডুরিয়া বুকে হয় গোপন।


কিসে বেষ্টিত মুখ তার?
এত-এত চাহিয়া ফিরি
গোপনে ফুলবাসরে
এত-এত যতন করি।



লালগোলাপ শঙ্খপদ্ম
কিরূপে তার ভূষণ
পথে-পথে ফিরে চলতে
কেন তার এত অন্বেষণ।


কি এমন সুখ লবিব
কি হবে তারে পেয়ে
কি মুগ্ধে এ‘মায়ার সংসার
কি ভাবনায় সে মন কাড়ে?


ভাবিয়া-ভাবিয়া আমি
ভাবুক প্রতিদিন
কি আকাঙ্খার বাঁধন কোথায়
হয়ে আছে দীণ।


তাই হৃদয়ে দীণতা আচারে
সুখে গাঁথি নিয়ত ব্যথা
প্রণয়ের সুখে রাঙ্গিয়া বুক
রচি ভালোবাসার কথা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন