রঙ্গিলা তুমি রঙ্গিন ভূষণে সাজিলা কত রঙ্গে
আমি প্রেম রঙ্গে মজিলাম রাঙ্গি, তোমার প্রেমের ঢঙ্গে।
আষাঢ় মাসে কাঁদা খেলায়, এলে কাঁদা নিয়ে
নয়নে চেয়ে দিলে হাসি, নিলে ভুলিয়ে
হায়রে দুই হাতে মাখিলা কাঁদা আমার সারা অঙ্গে।
শ্রাবণমাসে দোলপূর্ণিমায় আবির নিয়ে খেলায়
দিলে মেখে প্রেম আবির আমার প্রেমশালায়
সেই থেকে মন রাঙ্গিল তোমার মনের রঙ্গে।
বাসিলে-বাসিলে ভালো , করলে উতলা
ওগো রাঙ্গি প্রেমের রঙ্গে হলো হীয়া কালা
অবিবেচক কয় আর কতকাল রইব মজে রঙ্গে।
আমি প্রেম রঙ্গে মজিলাম রাঙ্গি, তোমার প্রেমের ঢঙ্গে।
আষাঢ় মাসে কাঁদা খেলায়, এলে কাঁদা নিয়ে
নয়নে চেয়ে দিলে হাসি, নিলে ভুলিয়ে
হায়রে দুই হাতে মাখিলা কাঁদা আমার সারা অঙ্গে।
শ্রাবণমাসে দোলপূর্ণিমায় আবির নিয়ে খেলায়
দিলে মেখে প্রেম আবির আমার প্রেমশালায়
সেই থেকে মন রাঙ্গিল তোমার মনের রঙ্গে।
বাসিলে-বাসিলে ভালো , করলে উতলা
ওগো রাঙ্গি প্রেমের রঙ্গে হলো হীয়া কালা
অবিবেচক কয় আর কতকাল রইব মজে রঙ্গে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন