শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩

কবিতাঃ আমাদের পরিচয়


শ্রমিকরা কি তবে মানুষ নয়?
হ্যাঁ; ঠিক তাই,
তারা সকলে সহনশীল গাধা
তাদের কাঁধ-মাথা বইবার জন্য ভাই।


রিকসাওয়ালাদের পা কি তবে
নিজে চলার নয়?
আসলেই তাই,
তাদের পা শপদ বন্ধি, নীরবে তাই সয়।

ঠেলাওয়ালার হাত-পা
তবে কার?
পাগল সেতো নূন্যতম মজুরীতে কেনা
হুকুমধারী তার।

তবে; কৃষকের স্বপ্ন, মাঠের ফসল
সেতো করে পূর্ণ প্রাণ
আরে কি যে বলিস
এ‘তো সেই আদিম বর্বর উপখ্যান।

আচ্ছা; আমাদের অক্লান্ত ঘাম
এও কি মিথ্যে স্বর?
দূর বোকা, আমরা হলাম কেনা গোলাম
মূর্খ তুই অতি, দূরে সরে মর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন