রবিবার, ২৮ এপ্রিল, ২০১৩

কবিতাঃ আমি তোমাকে অনুভব করি আজো


প্রিয়,
আমি তোমাকে অনুভব করি আজো
এই বুকের পীঞ্জরে অদৃশ্য মায়ার টানে।
চাইলেই এই টান তুমি চোখ মেলে দেখতে পারতে
পারতে আমার বুকে হাতদিয়ে স্পন্দন থেকে ঠিকরে নিতে
কারন; এ যে, উত্তারাত্তরকালের সূর্যের আলোর মত
প্রকৃতির মায়ায় সে চোখমেলে তাকিয়ে ছিল,
কিন্তু; তুমি তা করলেনা.....


জীবনকে নেশা বিগাড়ায়, সে আমাকেও বিগড়িয়েছে।
কিন্তু বিশ্বাস কর, অনাসৃষ্টির কলঙ্ক আমার ছিলনা
নিজের দৃষ্টিকটু জীবনবোধ আমাকে ডুবিয়েছে
আমি ডুবেছি সায়ন্ন সায়রে

তুমি কখনো কি বন্দিখাঁচার মুক্তবিহঙ্গ দেখেছ?
দীর্ঘকাল খাঁচায় বন্দি থেকে-থেকে সে অতীতকে টানে
খাঁচার বাহিরে গিয়েও সে দূর্দশাগ্রস্থ জীবন ভোলেনা
কোন একমায়া তাকে খাঁচায়ও টানে
কিন্তু; দু'মায়ার টানে তার অনুভূতি হারিয়ে যায়
সে ভাবস্থ হয়, হয় ভাবগ্রস্থ, জীবনসুখের দ্বিবিধ ভাবনা তাকে ব্যাকুল করে
একসময় ঠেলে দেয় পশ্চাৎ'তে।

আমার জীবনও সে রকম
স্বাধীন আর বদ্ধবস্থার মায়া, দ্যোটানা স্মৃতির পরিসর
বিহগ বিহঙ্গের সুরে অভিলাষ ধ্বংসে ঠেলে
একদিন তুমি আসলে আমার জীবনে
কোন চঁন্দ্রমুখী তার চঁন্দ্রবদনে আমায় আবদ্ধ করল
আমায় জড়ালো ভালোবাসা আর বিরহের মধ্যখানে।

জান, প্রাপ্তী আমার কি হল?
ভালোবাসা আর বিরহের মধ্যখানে আছে কষ্ট, বেদনা
যেদিন তুমি চলে গেলে. সেদিন থেকে তারা আমায় কুঁড়ে-কুঁড়ে খাচ্ছে
দিনের আলো আর রাতের আঁধার আমার এক করে দিয়েছে
তারি একটু স্পর্শ দু'চোখের নিচে উজ্জল করে তুলেছে
আজ আমি নীরবতার নিভীর আড়ালে লুকিয়ে আছি
একদিন এই নীরবতা আমায় সম্পূর্ন গ্রাস করবে
আমি কষ্টদেবতার চরণে অঞ্জলি দিয়ে চঁন্দ্র-সূর্যের মায়াও ছেড়ে দেব
কিন্তু সে দেখা হয়তো তোমার হবেনা......

তুমি ভুল করে কখনো আমায় খুঁজতে এসো না
কখনো ছেড়োনা অনুভূতির দীর্ঘশ্বাস
তাহলে সে তোমাকেও ভালোবাসা আর বিরহের সান্নিধ্যে বাঁধবে
তখন হয়তো আমার মত তোমারও কৃতঃকর্মের অন্ত্যেষ্টিক্রিয়া টানবে।

২টি মন্তব্য: