শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩

কবিতাঃ কে বলে ঠাঁই নাই তার?

নীড়হারা পাখি;
ভেবনা খুঁজে যাবে ফিরে
নীড়ে!
যাও উড়ে দূরে
ঐ‘দূর; বহুদূরে……
যাও পথভূলে ছড়িয়ে সীমানা
আছে কেউ ঐ‘পথে ভেব না।

সবুজের নীলাঘেরা নৈসর্গে
যখন যাবে উড়ে ঘুরে-ঘুরে
দেখবে সময়ের খেলাঘরে,
প্রভাতের আলোয় ঝাপসা ছড়ানো পথে
কিছির-মিছির গান ধরেছে
অচেনা বন্ধুরা সুরে।

পৃথিবীর সবশ্রান্ত পথের যাযাবর
যারা হারিয়েছে ভূলে আপনঘর
তারা পেয়েছে ঠাঁই পথভোলা সীমান্তের ওপাড়ে
পথের মাঝে কাটিয়ে দেবার দিন; নৈসর্গিক এঘরে।
জীবনতীর্থে অঘোরে ঘোরা পথ যার
কে বলে ঠাঁই নাই তার?
কে যেন বলে পথসব,
নিয়তীর নিয়ত আচার।
তারে বলি; বুক বেঁধে চল পথ,
যেপথ জলে ভাসে,
নৈসর্গিকতায় সুখ জড়ানো কতঘর
সীমানার ওপাড়ে ছড়িয়ে আছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন