বুধবার, ২৪ এপ্রিল, ২০১৩

গানঃ তোমার পোকার মত দম

অনলে দগ্ধিলে জীবন বুদ্ধি তোমার কম
তোমার পোকার মত দম।
অনল হরে পোকার জ্ঞান হরিছে তোমার তাই
বোকার মত করলে সমর্পণ জ্ঞানের হীনতায়
তুমি বিবেকহারা উদাসনিশি তাইতো দেখী সম।
সংসার মানে টিকে থাকা আপন জ্ঞানে

সংসারবেড়ী পাড়ি দেয়া জীবনের মানে
তুমি অকালদর্শী ক্ষুদ্র ভাবনায় হয়েছ কায়ক্ষম।
সংসারের চারিদিকে অনলের কুন্ডলী
জ্ঞানের তীরসীমায় দিতে হয় অঞ্জলী
তুমি অঞ্জলী দিলে আপনায় একি রমারম।
অবিবেচক অনলপানে চেয়ে একবার কয়
দগ্ধ কর, দগ্ধ কর হীন জ্ঞানচয়
ওরে যে জ্ঞান আপনায় টিকায় না, দগ্ধহোক তা সারাজনম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন