হাজার নদীর তীর ভেঙ্গে ঢেঁউ, ডাঙ্গায় উছলায়
নদীর তরঙ্গে মৌনতা ভেঙ্গে, কোমল মন খেলায়।
কে হে, পরশি কন্যা; সবুজ ঘাস মাড়ায়ে পায়ে
ছিটায়ে জল অবুঝ প্রানে, বার বেলায় এলে গাঁয়ে!
নব-যৌবনে উথলি-বিথলি খেলে, প্রানে বহে একি দুখ?
মনের মাঝে কোন ঢেঁউ উছলায়? যৌবনে আবার এ কোন অসুখ?
কার মুখের সুখে আজ, দেহ উঠে কাঁপি
রাত-বিরাতে নীদহীন চোখে, কার তরে স্বপ্ন সঁপি!
ভ্রমিতে-ভ্রমিতে ভুলে, জীবন চলে যায়
পরশি কন্যা; কোন ভুলে তুমি, জড়ালে আমার পা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন