রবিবার, ২৮ এপ্রিল, ২০১৩

কবিতাঃ আপনার দহন সুখ


আকাশটাকে যায়না ছৌঁয়া, যদিনা মাটি চায়
ক্ষুদ্রপ্রয়াস না ত্যাগিলে বৃহৎ যায় বৃথায়
তীর চলে অগ্রপথে ধ্বাক্কায়ে পিছপথ
নানানজনে নানানভাবে দিতেছে অভিমত
সব মতই ঠিক জানী তবু; বিবেচনা আপনার
যে পথ আপনার ভাব যাও সে দ্বার।


ক্ষুদ্র এই জীবনগন্ডি, অসীম তার পথ
লক্ষ্যহীন পথে চলতে গেলে ঘটে বিপদ
জীবনধারার ভিন্নবৈচিত্র্য একশৃঙ্খলে চলে
করিলে শৃঙ্খল ত্যাগ যাবে অতল-তলে।

সপ্তবিসর্জনে যদি আপনার হয় রতি
অর্ন্তচক্ষু খোলে তবে, মেলে আপন গতি
গতির রতি তাঁহারি রবে যে হয়েছে দিব্যমান
প্রকৃতি মজিবে সুখে করিয়া গুনগান
তাই হে বচনে চল কল্যান বিসর্জনে
আপনার দহন সুখ,প্রকৃতি রচনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন