থাকতে পারে তব মনের মাঝে
ব্রত বাসনা
এই সমাজে ব্রতী হওয়া তবু
সহজ কথা না।
হিংসা, দ্বেষ আর ত্রাস
এই সমাজে বাস
সে সমাজের মঙ্গলকল্প মানে
নিজের সর্বনাশ।
সবাই কি পারে তাই,
নিজের খেয়ে অন্যবনের
মেষ তাড়াতে ভাই?
যদি ভাবনা তাহা হয়,
ব্রতী হবার বাসনা সকল
হয় সেথায় ক্ষয়।
ব্রতী হবার বাসনা যদি
থাকে আপনার মন,
হিংসা, দ্বেষ আর ত্রাস ভুলে সব
হও আপনার আপন।
যদি সবই আপনার আপন
মনে পায় ঠাঁই
সত্যি বলছি তাহার মতো ব্রতী
ত্রিভুবণে পাওয়া দায়।
ধন্য মানি এমন ব্রতীকে
যার আলোয় জগত আলোকমান
তাহার লাগি মাগে জগত
ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন