জীবনের বেলাভূমির অন্তঃসমীকরণে বসি
হিসেব মিলাই পিথ্যাগোরাসের সূত্র ধরে
কিংবা নিউটনের মহাকর্ষের সূত্র নিয়ে
ভাষ্করাচার্য্যের জ্যোতিবিদ্যার সূত্রও রেখেছি
সব তত্ত্বধারায় রাসায়নিক সমীক্ষা টানি, পেয়েছি এক অন্তঃমিলন শিক্ষা
যে শিক্ষার ভাববস্তু হল টান।
এই টান পরস্পরের যোজন-বিয়োজনে কিংবা ইন্টিগ্রেশন-ডিফারেনশিয়েশনে প্রমানিত
ফলাফল তার ২৮৪ ও ২২০ এর উৎপাদকসমূহের যোগফলের সমতুল্য।
অন্তরের দৃঢ়তার দিকে পল্লব কুঁড়ি চায়
কিংবা চায় আকাশের তাঁরাদের মিলনাত্নক রশ্মির দিকে।
বন্ধুত্ব তেমন হওয়া চাই
যার বন্ধুত্ব মিলবে দৃঢ়তায় কিংবা কামনাশূন্য ভাববোধতায়
এমন বন্ধুর দুয়ারে আমি করাঘাত করতে রাজী অনন্তকাল
কেননা, তার মধ্যে যোগ-বিয়োগ কিংবা গুন-ভাগের কোন প্রভেদ নেই
আর তার ফলাফল ভগ্নাংশের শতভাগ নিশ্চিত।
[পিথ্যাগোরাসের মতে, ভালোবাসা বা বন্ধুত্ব হবে দু‘জনে কিন্তু তাদের প্রান থাকবে একটা। যেমনঃ
২৮৪ এর উৎপাদকসমূহঃ ১,২,৪,৭১,১৪২,২৮৪ যাদের যোগফল=৫০৪.
এবং ২২০ এর উৎপাদকসমূহঃ ১,২,৪,৫,১০,১১,২০,২২,৪৪,৫৫,১১০,২২০ যাদের যোগফলও=৫০৪.
অথাৎ ২৮৪ও ২২০ এর উৎপাদকসমূহের যোগফল=৫০৪. তিনি আরো বলেন, এখানে কারো নিকট কিছু পাবার আকাঙ্খা থাকবে না। যা, থাকবে তা হল মন-প্রান উজাড় করে ঢেলে দেবার।]
হিসেব মিলাই পিথ্যাগোরাসের সূত্র ধরে
কিংবা নিউটনের মহাকর্ষের সূত্র নিয়ে
ভাষ্করাচার্য্যের জ্যোতিবিদ্যার সূত্রও রেখেছি
সব তত্ত্বধারায় রাসায়নিক সমীক্ষা টানি, পেয়েছি এক অন্তঃমিলন শিক্ষা
যে শিক্ষার ভাববস্তু হল টান।
এই টান পরস্পরের যোজন-বিয়োজনে কিংবা ইন্টিগ্রেশন-ডিফারেনশিয়েশনে প্রমানিত
ফলাফল তার ২৮৪ ও ২২০ এর উৎপাদকসমূহের যোগফলের সমতুল্য।
অন্তরের দৃঢ়তার দিকে পল্লব কুঁড়ি চায়
কিংবা চায় আকাশের তাঁরাদের মিলনাত্নক রশ্মির দিকে।
বন্ধুত্ব তেমন হওয়া চাই
যার বন্ধুত্ব মিলবে দৃঢ়তায় কিংবা কামনাশূন্য ভাববোধতায়
এমন বন্ধুর দুয়ারে আমি করাঘাত করতে রাজী অনন্তকাল
কেননা, তার মধ্যে যোগ-বিয়োগ কিংবা গুন-ভাগের কোন প্রভেদ নেই
আর তার ফলাফল ভগ্নাংশের শতভাগ নিশ্চিত।
[পিথ্যাগোরাসের মতে, ভালোবাসা বা বন্ধুত্ব হবে দু‘জনে কিন্তু তাদের প্রান থাকবে একটা। যেমনঃ
২৮৪ এর উৎপাদকসমূহঃ ১,২,৪,৭১,১৪২,২৮৪ যাদের যোগফল=৫০৪.
এবং ২২০ এর উৎপাদকসমূহঃ ১,২,৪,৫,১০,১১,২০,২২,৪৪,৫৫,১১০,২২০ যাদের যোগফলও=৫০৪.
অথাৎ ২৮৪ও ২২০ এর উৎপাদকসমূহের যোগফল=৫০৪. তিনি আরো বলেন, এখানে কারো নিকট কিছু পাবার আকাঙ্খা থাকবে না। যা, থাকবে তা হল মন-প্রান উজাড় করে ঢেলে দেবার।]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন