রবিবার, ২৮ এপ্রিল, ২০১৩

কবিতাঃ মহত্ত্ব


মহত্ত্ব- সে নয় উন্মেলিত আবেশের সৌহার্দ্য অনুভূতি
মহত্ত্ব- সে নয় বিশাল বিস্তৃতি, আপনার সুকৃতি
মহত্ত্ব- সে হল মহৎ আত্মারধারণ।
নিষ্কোমল পদ্মপত্রে শিশিরকণার ঝরণ,
সে উচ্চাশা নয়,নয় আপনার বিস্তরণ
এ’শুধু অপরের হীতকল্যানে আপনার হৃদয় দহণ।


এর’বেশী চাওয়া শুধু এতখানী
আপনার দহিত ছাই, জগত কল্যানী
পর্বতসম হৃদয় দাঁড়িয়ে নীলগগণ ছুঁয়ে
মেলিয়া হৃদয়আঁখি ব্রক্ষ্মান্ড আলয়ে
নয়’সে আপনার কিছু প্রাপ্তি
আপনাতে জগতকল্যাণ, আপনার দিব্যজ্যৌতি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন