শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩

কবিতাঃ পথে পড়ি মারা


পথ আমার পারাবারে, চোখে দিল ধূল
আমি চোখবুঁজে পথের মাঝেই, হারিয়েছি পথের কূল
যাব কোন পথ, আঁধারে সব সারা
মিলায়ে দেহ ধূলি মাঝে, পথে পড়ি মারা।


তখনো মরিতে-মরিতে, আমি বড় নিধারূণ
হামাগুড়িতে খুঁজে চলি পথ, খুঁজি পাড়ের তোরণ
যে‘কূলে ভাঙ্গে পথ, সে‘কূলে পথ হারা
আমার আঁধারের এল সয়ন, পথে পড়ি মারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন