শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩

কবিতাঃ ভালোবাসার বৃষ্টিতে ভেজা


বৃষ্টি নেমেছে আকাশ ভেঙ্গে, হাঁটছি আমি মেঠো পথে
অজান্তে ভেবে যাই যাকে; সেও কি ভাবছে আমাকে?
হেঁটে চলছি একা, নেই পাশে সে
বৃষ্টি কি ভেজাবে; শুধু আমাকেই?
অচেনা পথে চলি, কিংবা অজানায়


সেকি বুঝেও বুঝে না; আনমনে এই প্রহর গোনা?
মন উছাটন হয়, হাত বাড়িয়ে পাই নাকো হাত
গৌধুলির আকাশে মেঘ জমে; হয়েছে কালো রাত?
শেষ হবে কবে, এই রাত তবে
কবে হবে বৃষ্টিতে ভেজা; দু’জনার ধরে হাত?
বাতায়নে বসে ভাবী, আনমনে লিখবে কবি
ভালোবাসার বৃষ্টিতে ভেজা; সে’ই সু-প্রভাত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন