রবিবার, ২৮ এপ্রিল, ২০১৩

কবিতাঃ কোন এক অজানা পরিতাপে


আমি অমানিশায় বাতায়নে বসি
রাত্রির কালো রেখেছি চোখের অঞ্জলিতে
তারারা নির্গুমচোখে ছিলো তাকিয়ে
স্মৃতির ভ্রুকুটিতে….
কোন সে আড়ালে বসে লক্ষীপেঁচা
ডাকছে মনের ভীতি তাড়িয়ে
আমি ভয়ের ম্লানতা ধরে
আছি পথ চেয়ে….


জানি এ’পথেই তুমি গেছ চলে
আস যদি এ’পথ ধরেই তুমি আসবে
আমি আশা যতনে পুষেছি
হয়তো ইশারায় ডাকবে।
বুঝিনি বন্দিনী কি খুব পাষন্ড নাকি?
দু’চোখ আমার আঁধার নিমেষে ক্লান্ত হয়
তবু; তমসারাত্রি দূরে মিলায়ে থাকে
শুধু তাকে ফিরে না পাবার ভয়।
শীর-শীর বাতাস শরীরে শিহরণ তোলে
রিক্তচোখে নামে অঝোর ধারা
কত কি রইল পড়ে না বলা
তার স্পর্শ করে তাড়া।
সেকি আসবেনা, নাকি আসবে
বিচলিত হয় ভেবে মন
কোন এক অজানা পরিতাপে
অন্ধকারে হয় তার মিলন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন