শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩

কবিতাঃ পেটের দুখ


আমি কি ঘরে কি বাহিরে
সব জায়গায় সমান অনাহারি
ভিক্ষাহীন ক্ষুদার অনুযোগে
হয়েছি নৈশ প্রহরী।


আমি সিঁধকেটে তার, নীদকেটে পার
ভরাযৌবন পুড়ে গুরুদোষে
কালরাত্রিতে বেত্রাঘাত পিঠে
রাঙ্গি শরীর হেসে-হেসে।
আমার পেটের বড় দুখ;
পঁচাশরীরের রক্তপ্রবাহ-
জন্মান্তরের সুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন